অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশের ওপর রোহিঙ্গা শরনার্থী জনসংখ্যা বৃদ্ধির চাপ


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক জরিপ রিপোর্টে বলা হয়েছে ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৩৮ জন রোহিঙ্গা নারী আশ্রয় শিবিরে গর্ভবতী হয়েছেন। এই বাস্তবতায় আজকের আলাপন ‘বাংলাদেশের ওপর রোহিঙ্গা শরনার্থী জনসংখ্যা বৃদ্ধির চাপ’।

আজকে অতিথি ছিলেন- বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো: আব্দুল মতিন এবং হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. ইফতেখার মাহমুদ। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানিয়েছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন সাকিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

XS
SM
MD
LG