অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: সন্ত্রাসবাদ ও সন্ত্রাস প্রতিরোধে করণীয়


নিউজিল্যান্ডে গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জন নিহত হন। এদিকে, আজ নেদারল্যান্ডসের আউটরেচ শহরে ট্রামে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিনজন। সন্ত্রাসী কর্মকান্ড-- ঠিক কোন ভাবেই যেন থামানো যাচ্ছে না । এই বাস্তবতায় আলাপনে আজ আমরা জানার চেষ্টা করেছি ‘সন্ত্রাসবাদ ও সন্ত্রাস প্রতিরোধে করণীয়’ নিয়ে।

আজকের আলাপনে অতিথি ছিলেন ঢাকা থেকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স এন্ড গর্ভনেন্স-এর অনারারি ফেলো ড. এম সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তাঁরা দু’জনে সন্ত্রাসবাদ, সন্ত্রাস প্রতিরোধে করণীয় এবং বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি- তা নিয়ে আলোচনা করেন, দর্শক-শ্রোতার প্রশ্নের জবাবও দেন। আর অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:39:02 0:00

XS
SM
MD
LG