অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বিশ্ব পানি সপ্তাহ এবং পানি সংকট


পানির অপর নাম জীবন৷ কিন্তু ভূ-পৃষ্ঠে ৭০ ভাগ পানি থাকলেও, সেই পানির মাত্র আড়াই শতাংশ পানের উপযোগী৷ আবার বিশ্বের সুপেয় পানির ৩০০ ভাগের এক ভাগ পাওয়া যায় নদী, পুকুর, খাল ও বিলে৷

ভারত সরকারের একটি গবেষণা প্রতিষ্ঠান, দেশটির প্রায় ৬০ কোটি মানুষ তীব্র পানি সংকটে পড়বে বলে সতর্ক করে দিয়েছে। আর অন্যদিকে বাংলাদেশে শুধু রাজধানী ঢাকা নয়, অনেক মফস্বল এলাকাতে পানি সংকট দেখা দিচ্ছে। এই বাস্তবতায় শুরু হয়েছে বিশ্ব পানি সপ্তাহ। আর সে কারনেই আমাদের আজকের আলাপনের বিষয় "বিশ্ব পানি সপ্তাহ এবং পানি সংকট।"

আর আমাদের সঙ্গে অতিথি ছিলেন বাংলাদেশ থেকে পানি বিশেষজ্ঞ . আইনুন নিশাত এবং যুক্তরাষ্ট্র থেকে লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: খালেকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:35:13 0:00

XS
SM
MD
LG