বাংলাদেশের বরগুনা জেলা শহরে প্রকাশ্যে দিবালোকে যুবক রিফাত শরিফকে কুপিয়ে হত্যার সাথে জড়িত কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, পুলিশ সিরাজগঞ্জ পৌর এলাকায় প্রতিবেশীর জানালার সঙ্গে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন- 'বাংলাদেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবনতা এবং বিলম্বিত বিচার প্রক্রিয়া'। কারন সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের আদালতে ৩৫ লাখ ৮২ হাজারের ওপর মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে।
আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট দিলরুবা সারমিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।