অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল: বিচার বিভাগের স্বাধীনতা


আমরা সকলেই জানি যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল যে তিনটি শাখা আইন, বিচার ও নির্বাহী বিভাগ এই তিনটির মধ্যে ভারসাম্যই রাষ্ট্র পরিচালনায় এবং সমাজ ব্যবস্থায় ও অতি আবশ্যিক ন্যায্যতা নিয়ে আসে। কখনও কখনো একটি বিভাগের উপর অপর বিভাগের প্রাধান্য সেই ভারসাম্যকে নষ্ট করে এবং এর ফলে এক ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে।

২০১৪ সালে বর্তমান সরকার সংবিধানে যে ষোড়শ সংশোধনী অনুমোদন করান সেই অনুযায়ী বিচারকদের অভিশংসনের অধিকার সংসদের হাতে চলে যায়। সংসদ সদস্যরা যেখানে সংবিধানের বহুল সমালোচিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তে আবদ্ধ সেখানে সংসদের হাতে বিচারপতিদের বিচার করার এই অধিকার কতটা যৌক্তিক সে নিয়ে তর্ক বিতর্ক চলেছে যেমন বিভিন্ন মহলে, তেমনি আদালতে এর বিরুদ্ধে আপিল ও হয়েছিল। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ে এই ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করেছে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন, আনিস আহমেদ

XS
SM
MD
LG