অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেম বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাতিসংঘে সংখ্যাগরিষ্ঠ দেশের


জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। সাধারণ পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১২৮টি দেশের, বিপক্ষে ভোট পড়ে নয়টি দেশের। ভোটদানে অনুপস্থিত ছিল ৩৫টি দেশ।

ভোটের ফলাফল হওয়ার পর হতাশা প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, জেরুজালেম ইস্যুতে তাদের মতের বিরুদ্ধে যাওয়ার বিষয়টি মনে রাখবে যুক্তরাষ্ট্র।

জেরুজালেম ঘোষণা নিয়ে জাতিসংঘে ভোটের আগে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল। বলেছিল, যারা ট্রাম্পের ঘোষণাকে প্রত্যাখ্যান বা বাতিল ঘোষণার ওই প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদের আর্থিক সহায়তা বন্ধ বা কর্তন করা হবে। এর প্রভাব কোথায় কিভাবে পড়তে পারে সেসব নিয়ে আজকের আলোচনায় রয়েছেন নিউইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ এবং চীনের বেইজিং থেকে সেখানে একটি বিশ্ববিদ্যিলয়ে গবেষণারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলম।

XS
SM
MD
LG