অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ


বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তাদরেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবেই আশ্রয় দিয়েছে সরকার। এদিকে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কলেরা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বাস্তবতায় আজকের আলাপন: “রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ”। আজকের আলাপনে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির এবং নিউইয়র্ক থেকে রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। এছাড়াও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে ছিলেন ‘চট্টগ্রাম মঞ্চ’ এর সাংবাদিক সরোয়ার আজম মানিক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:39:03 0:00

XS
SM
MD
LG