আলেপ্পোর উত্তরে গ্রামাঞ্চলে যে লড়াই হচ্ছে তার মাঝখানে পড়ে গেছে হাজার হাজার সিরিয়ার বেসামরিক মানুষ। সোমবার তাদের জন্য উদ্বেগ বেড়েছে।
মধ্যপন্থী এবং ইসলামপন্থী বিদ্রোহী উপদল এবং ইসলামিক স্টেট গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। ইসলামিক স্টেট গ্রুপ দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহরে প্রচন্ড আক্রমণ চালিয়েছে। তার ফলে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য যে সরবরাহ আসছে তা ঝুঁকির মুখে।
মাত্র ২৫ থেকে ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে বহু দিক ভিত্তিক লড়াইয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্র কোয়ালিশনের জঙ্গী বিমান সহ People’s Protection Unitsএর কুর্দী মিলিশিয়া সেনারা সংশ্লিষ্ট হয়ে গেছে।