অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যালজেরিয়ার বিমান মালির উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়


Algeria - Burkina Faso
Algeria - Burkina Faso

এয়ার অ্যালজেরিয়ার একটি বিমান অন্তত ১১৬ জন যাত্রী নিয়ে বুরকিনা ফাসো থেকে রাজধানী অ্যলজিয়ার্সে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়।

অ্যালজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা APS জানিয়েছে রেডারে বিমানটিকে শেষ দেখা গেছে বৃহস্পতিবার যখন সেটি মালির উত্তরাঞ্চলে গাও শহরের উপর দিয়ে যাচ্ছিলো ওয়াগাডুগু ত্যাগ করার ৩৮ মিনিট পরে।

বিমানটির কি হয়েছে এখনও তা জানা যায়নি। এয়ার অ্যালজেরিয়া, স্প্যানিশ বিমান সুইফ্টএয়ার থেকে ভাড়া নিয়েছিলো।

XS
SM
MD
LG