অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাযায়, তুরস্কের প্রেসিডেন্ট, জর্ডানের বাদশাহ উপস্থিত থাকবেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন স্তুতি বাক্য পাঠ করবেন


A rose lays next to an image of Muhammad Ali at a makeshift memorial at the Muhammad Ali Center, June 5, 2016, in Louisville, Ky. Ali, the heavyweight champion whose fast fists and irrepressible personality transcended sports and captivated the world, die
A rose lays next to an image of Muhammad Ali at a makeshift memorial at the Muhammad Ali Center, June 5, 2016, in Louisville, Ky. Ali, the heavyweight champion whose fast fists and irrepressible personality transcended sports and captivated the world, die

আমেরিকার কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পারিবারের মুখপাত্র বব গানেল জানিয়েছেন, এ সপ্তাহে তাঁর জানাযায় - তুরস্কের প্রেসিডেন্ট এবং জর্ডানের বাদশাহ উপস্থিত থাকবেন। আলীর দীর্ঘদিনের বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সেখানে তাঁর স্মরণে স্তুতি বাক্য পাঠ করবেন।
এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার রিচার্ড গ্রীনের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার।

please wait

No media source currently available

0:00 0:01:38 0:00
সরাসরি লিংক

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান এবং জর্ডানের বাদশাহ্ ২য় আবদুল্লাহ্ জানাযায় শরীক হওয়ার জন্য কেন্টাকির লুইভিলে আসছেন। পরিবারের মুখপাত্র গানেল জানালেন ঃ ‘আমরা যা কিছুই করছি সব মোহাম্মদ আলীই বলে গেছেন এবং এইভাবে করার জন্য অনুরোধ করে গেছেন। তাই বলছি, তিনি চেয়েছিলেন তার স্মরণ অনুষ্ঠানে তাঁর জীবন, তিনি কিভাবে জীবনযাপন করেছেন সে কথাই তুলে ধরা হোক, এবং বস্তুতঃ তিনি চেয়েছিলেন যেন সবাই সেখানে যোগ দিতে পারেন।তিনি চেয়েছিলেন যে তিনি তো জনগনের চ্যাম্পিয়ান, তাই স্মরণ অনুষ্ঠানেও যেন সেটাই প্রতিফলিত হয়’।
বব গানেল বলেন, বহুদিন ধরে পার্কিনসন্স রোগে ভুগে গত শুক্রবার ৭৪ বছর বয়সে মারা যাওয়ার আগে, আলী নিজেই তার জানাযার সব ব্যবস্থা সব পরিকল্পনা করে গেছেন।
শুক্তবার তার নিজ শহর লুইভিলে জানাযা অনুষ্ঠিত হবে এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যিনি আলীর দীর্ঘকালের বন্ধু, তিনি তাঁকে স্মরণ করে স্তুতিবাক্য পাঠ করবেন। কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টাল এবং মোহাম্মদ আলীর এক কন্যা মারিয়ামও বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। অন্য অনেক ধর্ম-সম্প্রদায়ের ধর্মগুরুরাও যোগ দেবেন বলে কথা রয়েছে।

XS
SM
MD
LG