অ্যাকসেসিবিলিটি লিংক

মমতার বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ বক্তব্যের অভিযোগ


গলায় কালো স্কার্ফ, মুখে কালো মাস্ক। কলকাতার গাঁধী মূর্তির নীচে হুইলচেয়ারে বসেই হাতে তুলে নিলেন রং, তুলি। আজ দুপুর পৌনে ১২টা নাগাদ গাঁধী মূর্তির নীচে এসে পৌঁছেছেন মমতা বন্দোপাধ্যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্নাস্থলে পৌঁছলেও, মেলেনি সেনার অনুমতি। সেনা মুখপাত্র জানিয়ে দিয়েছেন, এত তাড়াতাড়ি অনুমতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। যা নিয়ে তৈরি হয়েছে একটা জটিলতা। শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করতে পারে সেনা।

মমতার বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ বক্তব্যের অভিযোগ
please wait

No media source currently available

0:00 0:01:18 0:00
সরাসরি লিংক

প্রসঙ্গত বলা যেতে পারে গতকাল সোমবার তৃণমূলনেত্রীর প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। তাঁর বিরুদ্ধে ‘প্ররোচনামূলক’ বক্তব্যের অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে তাঁকে নোটিস দিয়ে জবাব চেয়ে পাঠায় কমিশন। তার জবাবও দেওয়া হয় কমিশনকে। কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে, মমতা বন্দোপাধ্যায় কে পাঠানো নোটিসের জবাবে তারা ‘সন্তুষ্ট’ নয়। এর পরই সোমবার তৃণমূলনেত্রীর প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা নেমে আসে।এর পরই সোমবার রাতেই টুইট করে কমিশনের এই সিদ্ধান্তকে অগতান্ত্রিক, অসাংবিধানিক বলে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দেন, এর প্রতিবাদে দুপুর ১২টা নাগাদ গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসেন তিনি।

XS
SM
MD
LG