অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারতে নারী নির্যাতনের মাত্রা ও ধরনের ভয়াবহতা বেড়েছে: আলাপনে বিশেষজ্ঞ মতামত


বিশ্বে নারী নির্যাতনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এর মাত্রা ও ধরনের ভয়াবহতাও বেড়েছে। বাংলাদেশে ২০১৬ সালে যৌন হয়রানি, নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের ঘটনা ২০১৫ সালের চেয়ে বেশি ছিল। নারী নির্যাতের ঘটনা বেড়েছে ভারতেও। এই বাস্তবতায় “ নারী নির্যাতন: সমাজ ও সরকারের দায়িত্ব ” আমাদের আজকের আলাপনের বিষয় ছিল।

আজকে অতিথি ছিলেন ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়লগের ট্রাস্টি বোর্ডের সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন, আইন শালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট আইনজীবি মানবাধিকার কর্মী সুলতানা কামাল। এবং পশ্চিমবঙ্গ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উইমেন্স স্টাডিজের প্রধান ও নারী অধিকার সক্রিয়বাদী সৈয়দ তানভির নাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

XS
SM
MD
LG