অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যাচার করেছেন-কোমি, কোমি তথ্য ফাঁসকারী-প্রেসিডেন্ট ট্রাম্প


এফবিআই এর সাবেক পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার একমাস পর সেনেট গোয়েন্দা কমিটির সামনে সাক্ষ্য দিলেন। এফবিআই এর মধ্যে কোনো শৃংখলা রাখতে পারেন নি, ঠিকমত এফবিআই পরিচালনায় ব্যার্থ হয়েছেন জোমস কোমি এই অভিযোগে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প ৯ই মে তারিখে– এমন কথা প্রথমে বলা হয়। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তসহ আরো নানা বিষয় যোগ হয় তার সাথে। আর বৃহস্পতিবার সেনেট ইন্টলিজেন্স কমিটিতে সাক্ষ্য দেয়ার সময় জেমস কোমি বললেন- হোয়াইট হাউজের ওই তথ্য এবং প্রেসিডেন্ট কথা ছিল পরিস্কার মিথ্যা।

শুক্রবার ৯ই জুন কল ইন শো আলাপনের বিষয় ছিল এটি আর আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী এবং টেক্সাসের এনএম বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক ড. মেহনাজ মোমেন।

XS
SM
MD
LG