অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামাজন চীনের অ্যাপল ষ্টোর থেকে কোরান-বাইবেল শোনার অ্যাপ তুলে নিয়েছে


চীনের বেইজিং এর একটি অ্যাপল ষ্টোরে কেনাকাটা করছেন ক্রেতারা- ফাইল ফটো- এপি
চীনের বেইজিং এর একটি অ্যাপল ষ্টোরে কেনাকাটা করছেন ক্রেতারা- ফাইল ফটো- এপি

অ্যামাজন চীনের সরকারি 'অনুমতি সংক্রান্ত শর্তের' কারণ উল্লেখ করে সে দেশের অ্যাপল ষ্টোর থেকে তাদের কোরান ও বাইবেল শোনার অডিওবুক অ্যাপ অডিবল তুলে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের অলিভ ট্রি বাইবেল সফটওয়্যারসহ অন্যান্য কোরান ও বাইবেল অ্যাপ নির্মাণকারীরা বলছেন চীনের সরকারি অনুরোধে ষ্টোর থেকে তাদের অ্যাপও সরিয়ে নেয়া হয়েছে। এই অ্যাপ সরিয়ে নেয়ার ঘটনা চীনে ইন্টারনেট নীতিমালা ক্রমবর্ধমানভাবে কঠোর করার উদাহরণ।

চীন সরকার অনলাইন তথ্য নিয়ন্ত্রণের সীমা ছাড়িয়ে ইন্টারনেটের ওপর কড়াকড়ি বাড়াচ্ছে। সেই কারণে অ্যাপ সরিয়ে নেয়ার মতো বিষয়গুলোর কারণ ঠিকমতো বোঝা আরো কঠিন হয়ে উঠছে।

শুধুমাত্র চলতি বছর চীন প্রযুক্তি কোম্পানিগুলোর কাস্টমাইজড কন্টেন্ট তৈরির প্রযুক্তির ওপর ব্যাপক নিয়ন্ত্রণ নিয়েছে, ভিডিও গেমে শিশুদের অন্তর্ভুক্তি সীমিত করেছে এবং তথ্য গোপনীয়তার ওপর বিধিনিষেধ জোরদার করেছে।

শুক্রবার এসোসিয়েটেড প্রেস জানায় অ্যাপ সরিয়ে নেয়ার বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংগিউ কোন মন্তব্য করতে চাননি। তবে লিউ এক বিবৃতিতে বলেছেন, চীনা সরকার “ইন্টারনেট উন্নয়নের বিষয়ে সর্বদা উৎসাহ ও সমর্থন দেয়”।

লিউ বলেন, “একই সঙ্গে চীনের আইন ও নীতিমালা মেনেই চীনে ইন্টারনেট উন্নয়ন করতে হবে”।

অ্যাপেল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

(প্রতিবেদনটির কিছু তথ্য এসোসিয়েটেড প্রেস থেকে নেয়া)

XS
SM
MD
LG