অ্যাকসেসিবিলিটি লিংক

আজ থ্যাঙ্কস গিভিং পালন করা হচ্ছে আমেরিকায়


আমেরিকানরা আজ বৃহস্পতিবার প্রতি বছরের মতো এ বছরও স্বজনদের নিয়ে Thanksgiving এর ছুটি উপভোগ করছেন। পারিবারিক ভাবে একত্রে ভোজন এবং বিশেষ ছাড়ে কেনাকাটা এই উৎসবের একটা বৈশিষ্ট।

নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবারের এই ছুটির দিনে প্রথাগত ভাবে টার্কির সাথে আরও অনেক কিছু রান্না করা হয় ।

ওয়াশিংটনের একটি কেন্দ্র যেখানে গরীবদের খাদ্য ও পোশাক বিতরণ করা হয় সেখানে এই ছুটির প্রাক্কালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার পরিবারের সদস্যরা খাদ্য বিতরণ করেন।

দিনে আরও আগের দিকে মি ওবামা প্রথা অনুযায়ী একটি টার্কিকে ক্ষমা প্রদর্শন করেন । চীজ এবং ম্যাক নামের টার্কির মধ্যে কাকে তিনি ক্ষমা করবেন সে ব্যাপারে অন লাইনে প্রতিযোগিতা হয় এবং চীজ নামের টার্কির পক্ষে রায় পড়ে । আনুষ্ঠানিক ভাবে ক্ষমার জন্য যদিও চীজ নামের টার্কিটি জয়লাভ করে কিন্তু ২৩ কিলোগ্রাম ওজনের দুটি টার্কির কোনটিকেই জবাই করা হয়নি।

ত্যাঙ্কস গিভিং এর আরেকটা বৈশিষ্ট হলো দোকানগুলোতে ছাড় মূল্যে জিনিষ পত্র কেনার ভিড় । আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালে দিনটিকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করেন

XS
SM
MD
LG