অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় আটক তিন জন আমেরিকান মুক্তির পর পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে স্বদেশে ফিরে আসছে


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন যে উত্তর কোরিয়ায় আটক তিন জন আমেরিকানকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে , স্বদেশে ফিরে আসছে। আজ টুইটারে এই ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন এই তিনজনেরই স্বাস্থ্য ভালো আছে বলে মনে হচ্ছে। ট্রাম্প আরও বলেন যে এই সদ্যমুক্ত আমেরিকানরা দেশে ফিরে আসলে তিনি তাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।এর আগে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের মধ্যকার আসন্ন বৈঠকের প্রস্তুতি বিষয়ে আলোচনার জন্যে পররাষ্ট্র মন্ত্রী পম্পেও উত্তর কোরিয়া সফর করছিলেন । যে তিনজন কোরীয় –আমেরিকানকে আটক করা হয়,তাঁদের মধ্যে দু জন , টনি কিম ও কিম হাক সং , পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন । তাদেরকে ২০১৭ সালে পৃথক ভাবে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা রাষ্ট্র-বিরোধী কর্মকান্ডে অংশ নিচ্ছিলেন এবং সরকারকে ক্ষমতাচ্যূত করার চেষ্টা করছিলেন। তৃতীয় বন্দি কিম দং চুলকে ২০১৫ সালের অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয় । তাকে ২০১৬ সালের ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিল। তাকে গুপতচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়।

https://twitter.com/realDonaldTrump/status/994192995737096192

https://twitter.com/realDonaldTrump/status/994194233111273472

XS
SM
MD
LG