অ্যাকসেসিবিলিটি লিংক

অবৈধ-অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল প্রেসিডেন্টের অবসর ভাতা,আনুতোষিক বা অন্যান্য সুবিধা বন্ধ


অবৈধ এবং অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করা কোনো প্রেসিডেন্টের অবসর ভাতা, আনুতোষিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার পথ বন্ধ করার বিধান রেখে নতুন একটি আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন এই আইনে অনুমোদন দেয়া হয়। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক শেষে জানান, আগের আইনে ছিল - যদি কোনো প্রেসিডেন্ট নৈতিক স্খলন বা অন্য কোনো অপরাধে আদালতে দন্ডিত হন তাহলে অবসর ভাতা পাবেন না। নতুন আইনে এর সাথে যুক্ত হচ্ছে -অসাংবিধানিক পন্থায় অবৈধ উপায়ে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন বা হয়েছিলেন মর্মে আদালত কর্তৃক ঘোষিত হলে তিনি অবসর ভাতা, আনুতোষিক বা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না। ১৯৭৯ সালে আগে আইনটি করা হয়েছিল। সংবিধানের সপ্তম সংশোধনী বাতিলের ব্যাপারে উচ্চ আদালতের রায় অনুযায়ী, খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ অবৈধ ক্ষমতা দখলকারী বলে বিবেচিত। তবে জিয়াউর রহমান ও জেনারেল এরশাদ এই ভাতা নেন না, তারা সেনা কর্মকর্তা হিসেবে ভাতা নিচ্ছেন। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাতা না নেয়ায় তার উত্তরাধিকারীরা তা পেতে পারেন- এই নতুন আইন অনুযায়ী। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00




XS
SM
MD
LG