অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট রংপুরে জাপানি নাগরিক হত্যাকান্ডের দায় স্বীকার করেছে


জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস তাদের টুইটার বার্তায় রংপুরে জাপানি নাগরিক হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। শনিবার সকালে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই ওই দায় স্বীকারমূলক বার্তাটি প্রচারিত হয়। ওই বার্তায় আরও হামলার হুমকি দেয়া হয়েছে। ইটালীয় নাগরিক সিজার তেভেলা হত্যাকান্ডের পরেও আইএস দায় স্বীকার করেছিল। তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এইসব দাবি অস্বীকার করেছে। জাপানি দূতাবাসের কর্মকর্তারা রোববার রংপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ইসলামিক স্টেট বা আইএস-এর জড়িত থাকা না থাকার বিষয়টি গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে বলেছেন, বাংলাদেশ সরকারের সাথে একযোগে তার কাজ করতে আগ্রহী। যেসব বিদেশী নাগরিক এদেশে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসার সঙ্গে এসব ঘটনা সঙ্গে সম্পর্ক আছে বলে মনে করেন না।... ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG