অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের  রিজার্ভের অর্থ লোপাটের ঘটনার কোনো কূল-কিনারা হয়নি


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনার কোনো কূল-কিনারা হয়নি তিন মাসেরও বেশি সময় পার হওয়ার পরেও। ফিলিপাইনের সিনেট কমিটি ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারে শুনানি করলেও শেষ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি ছাড়াই ওই শুনানি কাজের ইতিটানার ঘোষণা দেয়া হয়েছে। সিনেট কমিটির শুনানিতে একজন ক্যাসিনো ব্যবসায়ী প্রায় দেড় কোটি ডলার ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কিছু অর্থ জমাও দিয়েছেন। তবে বাকি অর্থ কোথায় বা এর সাথে কারা জড়িত তার কোনো হদিস মেলেনি।
এই অবস্থায় আন্তর্জাতিক সাইবার তদন্তকারীরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থ এবং ভিয়েতনাম ও অন্য কয়েকটি দেশের আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার তদন্তে নেমেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষকদের জবানিতে বলছে, বাংলাদেশের অর্থ লোপাটের ঘটনাসহ এশীয় অঞ্চলে সাইবার হামলায় উত্তর কোরিয়ার জড়িত থাকার জোর সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত কাজ চলছে বলে এখনই তারা বিস্তারিত কিছু বলেননি। এদিকে, বাংলাদেশের লোপাট হওয়া অর্থসহ এ সংক্রান্ত বিষয়ে ইন্টারপোলের উদ্যোগে এক বৈঠক ফিলিপাইনে আগামী মঙ্গলবার শুরু হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাইবার বিশেষজ্ঞগণ যোগ দেবেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG