অ্যাকসেসিবিলিটি লিংক

রোববার সকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় সারা বাংলাদেশে ৫ হাজার ৭শ জনকে আটক করা হয়েছে


জঙ্গীবিরোধী দেশব্যাপী যে অভিযান পুলিশ চালাচ্ছে তাতে ব্যাপকহারে ধরপাকড় চলছে। পুলিশের কেন্দ্রীয় দফতরের বক্তব্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় বা গত দু’দিনে সারাদেশে ৫ হাজার ৭শ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দু’দিনে জঙ্গী সন্দেহে ৮৫ জনকে আটক করা হয়। দ্বিতীয় দিনে জঙ্গী সন্দেহে আটক করা হয় ৪৮ জনকে। বিপুল সংখ্যক এই গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এই আশংকায় শংকিত যে, অভিযানে যেন আটক বাণিজ্য শুরু না হয়। তবে পুলিশের আইজি বলেছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া কাউকে আটক করা হচ্ছে না। এদিকে, গত ৫ জুন দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিস্টান ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ঢাকা-নাটোর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দিয়ে ওই হুমকি লেখা সংবলিত কাফনের কাপড় পাঠানো হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ জাসদ অফিসের গেইটে প্যাকেট করা অবস্থায় ওই কাফনের কাপড়টি পাওয়া যায় বলে মন্ত্রী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন। তবে কে বা কারা এটি পাঠিয়েছে সে বিষয়টি মন্ত্রী বা পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG