অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মৃত্যুদন্ডের রায় প্রদান এবং মৃত্যুদন্ডের রায় কার্যকরের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে


Amnesty International Death Penalty Map
Amnesty International Death Penalty Map

বিশ্বজুড়ে মৃত্যুদন্ডের রায় প্রদান এবং মৃত্যুদন্ডের রায় কার্যকরের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার প্রকাশিত এক রিপোর্টে। অ্যামনেস্টি ওই রিপোর্টে বলেছে, মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ১৯৮৯ সালের তুলনায় ২০১৫ সালে ৫০ শতাংশ বেড়েছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশে ২০১৫ সালে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়েছে ১৯৭টি-যা বিশ্বের তৃতীয় অবস্থানে। তবে মৃত্যুদন্ড কার্যকরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪তম স্থানে। অর্থাৎ চারটি। ২০১৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদন্ডের রায় দেয়া হয়েছে ১৬শ শতাধিক। আর কার্যকর হয়েছে ১৯৯৮টি। মৃত্যুদন্ডাদেশ এবং তা কার্যকরের দিক থেকে এগিয়ে আছে চীন। অ্যামনেস্টি বলছে, চীনে প্রতি বছর গোপনে হাজার হাজার মৃত্যুদন্ড কার্যকর হয়। অ্যামনেস্টি-এর রিপোর্টে বলা হয়, ২০১৫ সালে ইরানে ৯৭৭টি, পাকিস্তানে ৩২৬টি এবং সৌদি আরবে ১৫৮টি মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদন্ড বিলোপের পক্ষে বরাবরই সক্রিয় রয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG