অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: গত বছর বিশ্বজুড়ে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ছিল সর্বাধিক


গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে গত ২৫ বছরের মধ্যে গত বছর সর্বাধিক সংখ্যক লোক মৃত্যুদন্ডে দন্ডিত হয়।

মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে , ২০১৫ সালে অন্তত ১৬৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয় যা এর আগের বছরের তূলনায় ৫৪ শতাংশ বেশি এবং ১৯৮৯ সাল থেকে এই মানবাধিকার সংগঠনটির রেকর্ড অনুযায়ী এই সংখ্যাই হচ্ছে সর্বোচ্চ।

প্রধানত এই সংখ্যা বৃদ্ধি ঘটেছে , ইরান , পাকিস্তান ও সৌদি আরব এই তিনটি দেশে । তারা ৯০ নথিপত্র অনুযায়ী ৯০ শতাংশ মৃত্যুদন্ড কার্যকরের জন্য দায়ি। ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে এই অস্বাবিক সংখ্যার মধ্যে চীনে হত্যাকান্ডের হিসেব অন্তর্ভুক্ত নয় , যেখানে হয়ত হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে কারণ সে দেশে মৃত্যুদন্ডের ব্যাপারে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করা হয়।

ইউরোপের একমাত্র দেশ বেলারুশে মৃত্যুদন্ডের বিধান রয়েছে । তবে বেলারুশ এবং ভিয়েৎনাম থেকে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। সৌদি আরবে ৭৬ শতাংশ এবং ইরানে ৩১ শতাংশ মৃত্যু দন্ড বৃদ্ধি এই মোট সংখ্যা বৃদ্ধির কারণ বলে মনে করা হয়।

XS
SM
MD
LG