অ্যাকসেসিবিলিটি লিংক

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা গ্রহন করার ক্ষেত্রে নির্দেশনা চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ


ইংরেজী দৈনিক ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে দায়ের করা মামলা গ্রহন বা এজাহারভুক্ত করার ক্ষেত্রে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে চট্টগ্রাম পুলিশ এমন আবেদন সম্বলিত পত্র পাঠিয়েছে শনিবার । বিধি অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা গ্রহন বা এজাহারভুক্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতির প্রয়োজন হয়। মাহফুজ আনামের বিরুদ্ধে এই পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে - যার মধ্যে ২১টি রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা - যা এজাহারভুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে। মামলার অভিযোগগুলোতে উল্লেখ করা হয়, ২০০৭-০৮ এর সেনাসমর্থিত তত্ত¡াবধায়ক সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা সংবাদ যাচাই-বাছাই ছাড়া পরিবেশন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষতি করেছেন মাহফুজ আনাম।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG