অ্যাকসেসিবিলিটি লিংক

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আদালতে তলব


andhra-pradesh-chief-minister
andhra-pradesh-chief-minister

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ মোট পনেরো জনকে আগামী একুশে সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে বলে পুলিসকে নির্দেশ দিল মহারাষ্ট্রের আদালত।এখন প্রশ্ন এবার কি জেলে যেতে হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুকে? মহারাষ্ট্রের একটি আদালতের নির্দেশে সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে।দু হাজার দশ সালের একটি মামলায় চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মহারাষ্ট্রের নানদেদ জেলার ধরমাবাদ বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। নাইডু সহ মোট পনেরো জনকে আগামীএকুশে সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে বলে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে।দুহাজার দশ সালে গোদাবরী নদীর ওপরে বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছিলেন নাইডু সহ টিডিপি বেশ কয়েকজন নেতা। তাঁদের বক্তব্য ছিল ওই বাঁধ তৈরি হলে অন্ধ্রপ্রদেশের ক্ষতি হবে। ওই বিক্ষোভ আন্দোলেন গ্রেফতার হন চন্দ্রবাবু নাইডু সহ অন্যান্যরা। তাদের নিয়ে যাওয়া হয় পুনের সেন্ট্রাল জেলে। জামিনের আবেদন না করায় তাঁরা এক মাস জেলে থাকার পর ছাড়া পান।চন্দ্রবাবু নাইডু সহ অন্যান্যদের বিরুদ্ধে হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এনিয়ে চন্দ্রবাবু নাইডুর ছেলে এন লোকেশ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, চন্দ্রবাবু সহ অন্যান্য টিডিপি নেতারা আদালতে যাবেন। উনি তেলঙ্গানার স্বার্থে লড়াই করেছিলেন। গ্রেফতার হওয়ার পর জামিন নিতেও অস্বীকার করেন।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG