তিউনিসিয়ায় ধর্ম নিরপেক্ষ বিরোধীদলের নেতা চোকরি বেলায়েদের অন্ত্যেষ্টক্রিয়ার সময় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
তিউনিয়িয়ার রাজধানিতে শুক্রবার হাজার হাজার শোকার্ত জনগণ বেলায়েদের অন্ত্যেষ্টক্রিয়ার মিছিলে যোগ দেন।
তিউনিসিয়ার সাদা এবং লাল রঙের পতাকায় আচ্ছাদিত বেলায়েদের মরদেহ সামরিক বাহিনীর খোলা ট্রাকে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ইসলাম বিরোধী ধ্বণি দিতে থাকে। তারা বেলায়েদের ছবি বহন করে এবং “বেলায়েদে তুমি নিশ্চিত থাক আমরা এই সংগ্রাম চালিয়ে যাব” ধ্বণি দিতে থাকে।
কেউ কেউ ক্ষমতাসীন ইসলামিক দল ইন্নাহদা দলের রিচার্ড ঘান্নাউচীর বিরুদ্ধে শ্লোগান দেয়। তারা ঘান্নাউচী “তুমি হত্যাকা্রী ও অপরাধী” বলে ধ্বণি দিতে থাকে।
বেলায়েদ বুধবার তিউনিসে, তাঁর বাড়ি থেকে বাইরে বেরুবার সময়ই গুলিবিদ্ধ হন। আক্রমকারী মটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এই ঘটানায় প্রধান মন্ত্রী হামাদি জেবালি এই সপ্তাহে বর্তমান সরকার বাতিল করার পরিকল্পনার কথা ঘোষনা করেন।