অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অফ আমেরিকা বাংলার জন্মদিনে সাবেক কর্মীদের শুভেচ্ছা বার্তা


 Bangla Team
Bangla Team

আজ পয়লা জানুয়ারী ভয়েস অফ আমেরিকা বাংলার জন্মদিন। ১৯৫৮ সালের এই দিনে ভূমিষ্ঠ হয়েছিল যে বিভাগ, শৈশব-কৈশোর পেরিয়ে এখন সে যৌবনে উপনীত। গত প্রায় ছয় দশক ধরে লক্ষ-কোটি শ্রোতা-দর্শকের মনে এই বিভাগ স্থায়ী আসন করে নিতে পেরেছে বলেই আমাদের বিশ্বাস। বিশ্বের নানান প্রান্তে, শহরে কিংবা গ্রামে, ভীড়ে কিংবা নির্জনে, শ্রোতাদের নিত্যদিনের হাসি-কান্নার সাথে জড়িয়ে আছে ভয়েস অফ আমেরিকা বাংলা এবং এই বিভাগের কর্মীরা। যে যেখানে বসে আজ এ অনুষ্ঠান শুনছেন, প্রত্যেকের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা।

যারা এই বিভাগের জন্মলগ্ন থেকে ছিলেন, তাদের অনেকেই গত হয়েছেন। পরে যারা যোগ দিয়েছেন, তাদের অনেকে ইতোমধ্যে অবসর নিয়েছেন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা কথা বলেছি আমাদের সাবেক সহকর্মী কাফি খান, সৈয়দ জিয়াউর রহমান, শিল্পী কবীর সুমন, লেখিকা দিলারা হাশেম, আবদুল্লাহ আল ফারূক, কামনাশীষ চক্রবর্তী, নাজমা চৌধুরী, দীপংকর চক্রবর্তী, অসীম চক্রবর্তী এবং দীর্ঘদিনের কয়েকজন শ্রোতার সাথে। অনুষ্ঠানের শেষ দিকে শ্রোতাদের জন্য বোনাস হিসেবে আছে কবীর সুমনের কণ্ঠে রবীন্দ্রনাথের গান আর কাফি খানের আবৃত্তি। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আহসানুল হক। সবার জন্য শুভকামনা। শুভ জন্মদিন ভয়েস অফ আমেরিকা বাংলা।

পুরো অনুষ্ঠানটি শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।

please wait

No media source currently available

0:00 0:37:11 0:00


XS
SM
MD
LG