অ্যাকসেসিবিলিটি লিংক

"যুক্তরাষ্ট্র এশিয়ার প্রতি সম্পূর্ণ অঙ্গীকার বদ্ধ", ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা, Asia-Pacific Economic Cooperation সি-ই-ওদের সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি ব্যবসায়ী নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্র এশিয়ার প্রতি সম্পূর্ণ অঙ্গীকার বদ্ধ।

মিঃ ওবামা, সোমবার, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কথা ঘোষণা করেন। এর ফলে, দুদেশের নাগরিকরাই পর্যটন এবং ব্যবসার কাজে দশ বছরের ভিসা পাবেন। যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এই প্রথম এত দীর্ঘ ভিসা দেয়ার নীতি বাস্তবায়িত হতে যাচ্ছে। আগে মাত্র এক বছরের জন্যে ভিসা দেয়া হতো। ওদিকে ছাত্র-ছাত্রীদের ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর থেকে করা হচ্ছে ৫ বছর। নভেম্বরের ১২ তারিখ থেকে নতুন ভিসা নীতি কার্যকর হবে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ওয়াশিংটনের ১২জাতি "Trans-Pacific Partnership" বা আন্ত-প্রশান্ত মহাসাগরীয় অংশীদারীত্বের পরিকল্পনার কথা তুলে ধরেন। এই পরিকল্পনা বিতর্কিত কারণ, এতে চীনকে অন্তর্ভূক্ত করা হয়নি এবং তা বেইজিং-এর এশিয়া, free trade zone বা শুল্কমুক্ত এলাকার পরিকল্পনার সঙ্গে প্রতিযোগীতামূলক।

প্রেসিডেণ্ট ওবামা সোমবার সকালে, চীনের রাজধানীতে পৌঁছন।

XS
SM
MD
LG