অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া-প্রশান্ত মহাসাগর অন্তর্গত ২১ দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ বৈঠক


এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলবর্তি ২১ দেশের অর্থনৈতিক সহযোগীতা পরিষদ এপেকের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ , অর্থনৈতিক উত্পাদন বিশ্বের প্রেক্ষিতে ৫৪ শতাংশ , বিশ্ব বানিজ্যে হিসসা ৪৪ শতাংশ । এপেকের গুরুত্ব উল্লেখযোগ্য সন্দেহ নেই । এপেকের দু’দিনব্যাপী শীর্ষ বৈঠক শেষ হলো রাশিয়ার বন্দর শহর ভ্লাডিভস্টকে এই সবেই । এপেক পরিবেশ বান্ধব প্রযুক্তি খাতে আমদানী শুল্ক হ্রাস , প্রবৃদ্ধি বাড়ানোয় উদ্যোগ গ্রহন এবং য়ুরোপের ঋণ সংকটের মোকাবেলায় বানিজ্য উদারীকরনের ব্যাপারে একমত হয়েছে । এপেকের গুরুত্ব বিষয়গুলোর নিরিখে খুবই তাত্পর্য্যপূর্ণ – বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্নীতিবিদ ডক্টর হাসান ইমামের দৃষ্টিতে । ডক্টর ইমাম বলেন , কূমেরূ অঞ্চল এ্যানটার্কটিক নিয়ে বৈজ্ঞানিক গবেষনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার সহযোগিতা বিষয়ে এপেক বৈঠকে যোগদানকারি পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে চুক্তি সই করেছেন । এর গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে – রাশিয়ার ভৌগলিক অবস্থান য়ুরোপ – এশিয়া দু’ই মহাদেশজুড়েই । পরিবহন পরিকাঠামো য়ুরোপে ক্ষীন হয়ে আসাতে রাশিয়া এখন পূব পানে এশিয়ার দিকে নজর বাড়াচ্ছে এবং এপেক বৈঠকে তারা সে চেষ্টাই চালিয়েছে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:22 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG