অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার বালী দ্বীপে অনুষ্ঠিত হলো এপেক শীর্ষ সম্মেলন


Trans Pacific Partnership-এর আওতায় এপেকভুক্ত দেশগুলো – যেমন অস্ট্রেলিয়া , ব্রূনাই , ক্যানাডা , চীলে , জাপান , মালয়েশিয়া , ম্যাক্সিকো , নিউযিল্যান্ড , পেরূ , সিঙ্গাপুর , যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম - দু’দিনব্যাপী শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে । অর্থনীতি ক্ষেত্রের এই দ্বিপাক্ষিক-সামস্টিক সহযোগীতা গোষ্ঠীর এ শীর্ষ সম্মেলনের সমাপনীতে যে ঘোষনাপত্র জারি করা হবে তাতে উত্পাদন বৃদ্ধি , শ্রম বাহিনী শরিকানা সম্প্রসারন এবং উচ্চ গূনমান সম্পন্ন কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে কাঠামো গত সংষ্কারের ওপর গুরুত্ব আরোপ করা হবে । এপেক যুক্তরাষ্ট্রের জন্যে কতোখানি গুরুত্বপূর্ণ – এ জিজ্ঞাসার জবাব খুঁজতে আমরা কথা বলি , এই শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে নিউ ইয়র্ক প্রবাসী অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানের সঙ্গে ।apec summit
please wait
Embed

No media source currently available

0:00 0:05:18 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG