অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির হত্যাকাণ্ডে আটক ব্যক্তির সঙ্গে মূল পরিকল্পনাকারীরা যুক্ত -পুলিশ প্রধান 


Head of Haitian National Police, Leon Charles, pauses during a news conference in Port-au-Prince
Head of Haitian National Police, Leon Charles, pauses during a news conference in Port-au-Prince

হাইতির পুলিশ প্রধান রবিবার জানান, জুন মাসে হাইতির একটি লোক, যে ব্যক্তিগত জেট ব্যবহার কোরে এখানে আসে, পুলিশের মতে, সে প্রেসিডেন্ট জোভানেল ময়সি'র হত্যায় নিয়োজিত পরিকল্পনাকারীদের সঙ্গে একত্রে কাজ করেছেI পুলিশ প্রধান লিওন চার্লস, ওই ব্যক্তিকে ক্রিস্টিয়ান এমানুয়েল শ্যানন বলে চিহ্নিত করেন এবং বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সে হাইতিতে আসেI

চার্লস জানান, শ্যানন নিরাপত্তা গার্ড পরিবেষ্টিত হয়ে এখানে আসে, পরে এই নিরাপত্তা গার্ড দলকে প্রেসিডেন্টকে গ্রেফতার ও হত্যার জন্য ব্যবহার করা হয়I পুলিশ প্রধান বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর, অন্যতম এক সন্দেহভাজন, প্রেসিডেন্টকে হত্যার পর শ্যাননকে ফোন করেন, তারপর শ্যানন অজ্ঞাত পরিচয় আরো দুজনকে ফোন করেI চার্লসের মতে, শেষের দুজনকে পুলিশ, হত্যার মূল পরিকল্পনাকারী বলে ভাবছেI

পুলিশ প্রধান জানান, হত্যাকাণ্ডে সন্দেহভাজন ১৮জন কলম্বিয়ান এবং হাইতির ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং ৫জন এখনো পলাতকI

(রয়টার্স)

XS
SM
MD
LG