অ্যাকসেসিবিলিটি লিংক

বনৌষধির নির্যাস নিয়ে গবেষণা শুরু


মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রী রাজেলিনা বিতর্কিত ARTEMESIA গাছের নির্যাস থেকে করোনা রোগমুক্তির খবর দেবার পর রীতিমতো হৈ চৈ পড়ে যায়I বিজ্ঞানীরা এখন মাদাগাস্কারের সেই বিতর্কিত নির্যাস নিয়ে গবেষণা শুরু করেছেনI এই গবেষণায় অংশ নিচ্ছে জার্মানি'র ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট এবং যুক্তরাষ্ট্রের আর্টেমি লাইফ সংস্থাI শীর্ষ গবেষক পিটার সিবার্গার বলেছেন, ফলাফলে কোন পক্ষপাতিত্ব নয়, বরঞ্চ সর্বোচ্চ গুণগত ফলাফল পেতে দুটি দেশের ল্যাব একত্রে কাজ করে যাচ্ছেI

খুব সম্ভবতঃ COVID-ORGANICS নামে এই ঔষধটি পরিচিতি লাভ করবেI

XS
SM
MD
LG