অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধ ঢকা দেয়ার ব্যাপারে অভিশংসকরা লিবিয়ার কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়েছেন


যুদ্ধাপরাধ ঢকা দেয়ার ব্যাপারে অভিশংসকরা লিবিয়ার কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়েছেন
যুদ্ধাপরাধ ঢকা দেয়ার ব্যাপারে অভিশংসকরা লিবিয়ার কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়েছেন

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিশংসকরা লিবিয়ার কর্মকর্তাদের হুশিয়ার করে দিয়েছেন যে বিদ্রোহীদের বিরুদ্ধে লিবীয় বাহিনীর অভিযানের সময়ে যে সব অপরাধ করা হয়েছে তা লুকোনোর চেষ্টা করলে তাদেরকেও তদন্ত ও বিচারের সম্মুখীন করা হবে।

আই সি সি ‘র অভিশংসকের দপ্তর , লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী আব্দেলাতি ওবেইদিকে লেখা এক চিঠিতে এই সতর্কবানী দেয়।

এই সপ্তায় আরো আগের দিকে আই সি সি ‘র প্রধান অভিশংসক লুই মোরানো ওকাম্পো , লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি , তার পুত্র সাইফ আল ইসলাম এবং গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনৌসির মানবতার বিরুদ্ধে অপরাধের জন্যে , গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন ।

লিবিয়ার কর্তৃপক্ষ আই সি সি ‘র অনুরোধ এই বলে নাকচ করেন যে তার দেশের ওপর ঐ আদালতের কোন এখতিয়ার নেই।

এ দিকে আজই জাতিসংঘ লিবিয়ার সংঘাতে ক্ষতিগ্রস্ত কুড়ি লক্ষ লোককে সাহায্য করার জন্যে চল্লিশ কোটি আশি লক্ষ ডলার সাহায্যের জন্যে আন্তর্জাতিক দাতাদের কাছে আবেদন জানিয়েছে।

XS
SM
MD
LG