অ্যাকসেসিবিলিটি লিংক

ডন পত্রিকার ওয়াশিংটন ব্যুরো চীফ আনোয়ার ইকবালের সাক্ষাত্কার ।


পাকিস্তানের প্রেসিডেন্ট আসীফ আলী যারদারী আসছেন ওয়াশিংটনের অদূরে অবস্থিত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অবকাশ নিবাস ক্যাম্প ডেইভীডে অনুষ্ঠিতব্য নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে । আসছে সপ্তাহের ঐ শীর্ষ সম্মেলনে যারদারীর সঙ্গে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হীনা রাব্বানী খার । নেটো মহাসচীব রাসমিউসীন এই মাত্র গেলো সপ্তাহেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসীফ আলী যারদারীকে সম্মেলনে আমন্ত্র্রন জানিয়ে চিঠি পাঠান – পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে , নেটোর রসদ সরবরাহ পথ আবার খুলে দেবে , এরকম আভাস দেবার পর । এই যে পরিস্থিতির উদ্ভব ঘটলো নেটো শীর্ষ সম্মেলনকে উপলক্ষ করে , এটা বাদবাকি বিশ্ব থেকে ক্রমশ: বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে তাড়িত পাকিস্তানের উদ্যোগ – না এ্যামেরিকার সঙ্গে এক সময়কার উষ্ন সম্পর্ক আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নেবার তাগিদে করা হলো , তা নিয়ে বিশ্লেষনমূলক মন্তব্য করেছেন পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন পত্রিকার ওয়াশিংটন ব্যুরো চীফ আনোয়ার ইকবাল । তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG