যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা ইস্রাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি সে ঐ এলাকার দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি না ঘটায়, তাহলে আরো ঝুকি সৃষ্টি হবে। মিঃ প্যানেটা এখন ইস্রাইল সফর করছেন। সেখানে তিনি ইস্রাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করবেন এবং ইস্রাইলী নেতাদের কিছু পরামর্শ দেবেন বলে আশা করা হচ্ছে।
মিঃ প্যানেটা রবিবার ইস্রাইল যাওয়ার পথে একটি সামরিক জেট বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের সঙ্গে ইস্রাইলের সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিরাট এলাকা জুড়ে যখন গণতান্ত্রিক পরিবর্তনের দাবীতে আন্দোলনের ঢেউ উঠেছে তখন আরো বেশী বিচ্ছিন্ন হয়ে পড়লে ইস্রাইলই ক্ষতিগ্রস্থ হবে।
প্রতিরক্ষা মন্ত্রী প্যানেটা বলেন তিনি মনে করেন ইস্রাইলকে তুরস্ক ও মিশরের সঙ্গে সম্পর্ক আবার ভাল করতে হবে। হুসনি মুবারক ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত মিশরের সঙ্গে ইস্রাইলের সম্পর্ক ছিল শীতল কিন্তু স্থিতিশীল।
মিঃ প্যানেটা বলেন, ফিলিস্তিনী এবং ঈস্রাইলের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায়। শান্তি আলোচনায় ফিরে এলে তাদের কোন ক্ষতি নেই, কারণ জোর করে তাদের ওপর কিছু চাপিয়ে দেয়া হবেনা। দখলিত এলাকায় ইহদি বসতি স্থাপন বন্ধ না করা হলে ফিলিস্তিনীরা ইস্রাইলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে নারাজ এবং গত মাসেই ফিলিস্তিনী নেতারা জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যত্ব চেয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইস্রাইল যার সমালোচনা করেছে।