অ্যাকসেসিবিলিটি লিংক

সিরীয় সরকার হাউলায় হত্যাযজ্ঞের অভিযোগ অস্বীকার করেছে।


সিরীয় সরকার এ বিষয়টি অস্বীকার করছে যে তার সৈন্যরা শুক্রবার হাউলা শহরে কমপক্ষে ৯২ জনকে হত্যা করেছে , যার মধ্যে এক-তৃতীয়াংশই ছিল শিশু।

পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জিহাদ মাকদিসি সিরীয় সরকারের বিরুদ্ধে এই সব অভিযোগকে , মিথ্যার সুনামি বলে অভিহিত করেছেন। তিনি বরঞ্চ ভারী অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের এর জন্যে দায়ি করেছেন। তিনি দাবি করছেন যে তারা সৈন্যদের উপর হামলা চালিয়েছিল।

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন যে মধ্যাঞ্চলীয় শহর হমস এর উত্তর পশ্চিমাঞ্চলে ট্যাঙ্ক ও গোলা ব্যবহার করা হয়।

মাকদিসি বলেছেন যে সিরীয় সৈন্যরা তাদের অবস্থান সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নিয়েছে কিন্তু তিনি গোলাবারুদ এবং ট্যাঙ্ক ব্যবহারের খবর অস্বীকার করেছেন।

আরব ও পশ্চিমি সরকারগুলি তাদের উষ্মা প্রকাশ করে যে বিবৃতি দিয়েছে তাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে দায়ি করার ঈঙ্গিত ও রয়েছে। এই সব সাম্প্রতিক সহিংসতা আবারও এপ্রিল মাসের অস্ত্র বিরতি নিয়ে নতুন করে প্রশ্নের অবতারণা করেছে।

এদিকে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি সতর্ক করে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি পরিকল্পনা মানবে না যদি না আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার নাগরিকদের রক্ষার জন্যে বাস্তব কোন ব্যবস্থা না নেয়।

XS
SM
MD
LG