অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: বাংলাদেশের আসন্ন বাজেট : জনগণের প্রত্যাশা


বাজেট বিষয়ক প্রত্যাশাধর্মী এই কল ইন শোতে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মাহবুবুল মোকাদ্দেম আকাশ , বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআই ডি এস এর সিনিয়র রিসার্চ ফেলো ড নাজনীন আহমেদ , এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়ার রিসার্চ ফেলো ড মোয়াজ্জেম খন্দকার।

যেমনটি আমরা জানি যে বাংলাদেশের অর্থমন্ত্রী আগামিকাল, ৭ই জুন ২০১২-১৩ সালের বার্ষিক বাজেট পেশ করতে যাচ্ছেন। বলা হচ্ছে যে অর্থমন্ত্রী এক লক্ষ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে অনুন্নয়ন খাতে এক লক্ষ পয়ত্রিশ হাজার পঞ্চাশ কোটি টাকার এবং উন্নয়ন ব্যয় বা এডিপি হিসেবে ধরেছেন ৫৫ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি দেখানো হবে ৪৯ হাজার ৬ শো আশি কোটি টাকার মতো। কাল বাজেট উপস্থাপন করলেই বিষয়টি স্পষ্ট হবে। তবে এর গানিতিক দিকের চেয়ে ও জনগণের মোটা দাগের কিছু প্রত্যাশা আছে . আশংকা ও আছে যে নির্বাচনের আগে এই পূর্নাঙ্গ বাজেটে কি বাস্তবতার চাইতে উচ্চাভিলাষই প্রাধান্য পাবে ? এ সব প্রশ্নের জবাবই খোঁজার চেষ্টা করা হয়েছে , হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলনে। তা ছাড়া আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে , কালো টাকা সাদা করা প্রসঙ্গ, রয়েছে খাতওয়ারি ব্যয় বরাদ্দ প্রসঙ্গ এবং বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য।

XS
SM
MD
LG