অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহীদের ঘাঁটিতে বোমা বর্ষণ অব্যাহত


সিরিয়ার সৈন্যরা সে দেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে । ও দিকে সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা যেমন হমস এ গোলা বর্ষণ এবং লাতাকিয়া প্রদেশে হেলিকপ্টার ও ট্যাঙ্কের সাহায্যে আক্রমণ চালানোর ঘটনায় আন্তর্জাতিক দূত কোফি আনান তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আনানের মুখপাত্র আহমেদ ফাওজি বলছেন যে এরকম আভাষ পাওয়া গেছে যে বিপুল সংখ্যক অসামরিক লোকজন ঐ সব শহরে আটকা পড়েছেন।

সক্রিয়বাদীরা আরও বলছেন যে গুরুত্বপূর্ণ শহর রাস্তানে বিমান অভিযান চালানো হয়েছে। এই শহরটি কয়েক মাস ধরে সরকারী আক্রমণকে প্রতিহত করে এসছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারী ফর হিউমান রাইটস এর রামি আব্দুর রহমান বলেছেন যে সাম্প্রতিক লড়াইগুলিতে সরকারী বাহিনী বড় ধরণের বিপর্যয়ের সম্মুখীন হবার পর থেকে এখন তারা হেলিকপ্টারের ওপর নির্ভর করে হামলা চালাচ্ছে।

সোমবার গোটা সিরিয়া জুড়ে, এই সংঘটন ২৪ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে। সক্রিয়বাদীদের আরেকটি জোট , দ্য লোকাল কো অর্ডিনেশান কমিটি বলেছে যে মৃতের সংখ্যা ৩৩। নিরপেক্ষ ভাবে এই সংখ্যা নিরূপণ প্রায় অসম্ভব।

XS
SM
MD
LG