অ্যাকসেসিবিলিটি লিংক

রাজনীতিবিদরা, রাজনীতিজীবি হয়ে পড়ছেন: আবেদ খান


ঢাকার বৃষ্টিতে হরতালে পুলিশের টহল ডিউটি
ঢাকার বৃষ্টিতে হরতালে পুলিশের টহল ডিউটি

বাংলাদেশের দাবি আদায়ের এক মাত্র উপায় হিসেবে হরতাল ডাকা এবং তাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে গত প্রায় দু দশক ধরে যে সাংঘর্ষিক রাজনীতি চলে আসছে , সে নিয়েই ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলছিলেন ঢাকার দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ।

তিনি মনে করেন যে হরতাল একটি গণতান্ত্রিক অধিকার তা সত্বেও বাংলাদেশে বেশির ভাগ হরতালই বাধ্যতামূলক হয় বলে অনেকে মনে করেন কারণ হরতালের আগে সরকার পক্ষ এবং বিরোধীপক্ষ উভয়ই যে মারমুখি অবস্থান গ্রহণ করেন তাতে সাধারণ মানুষ অনেকটা জিম্মি হয়ে পড়েন উভয়ের কাছে তবে বলছেন যে এই চরম ব্যবস্থা থেকে বেরিয়ে আসার উপায় হচেছ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনা । আবেদ খান বলেন যে বার বার সামরিক শাসনের কারণে রাজনীতিবিদদের আচরণেও পরিবর্তন এসছে। তিনি বলেন যে রাজনীতিবিদরা এখন রাজনীতিজীবি হয়ে উঠছেন।

সরকার যে মোবাইল কোর্টের মাধ্যমে হরতালের সঙ্গে জড়িত লোকজনকে শাস্তি দেবার ব্যবস্থা করেছে , তার সঙ্গে তিনি একমত নন। আইন শৃঙ্খলা রক্ষার্থে গ্রেপ্তার করা যেতে পারে কিন্তু এ ধরণের গ্রেপ্তার জামিনযোগ্য হওয়াই প্রয়োজন।

XS
SM
MD
LG