অ্যাকসেসিবিলিটি লিংক

অমিত শোভন রায়ের সাক্ষাৎকারটি


অমিত শোভন রায়ের সাক্ষাৎকারটি
অমিত শোভন রায়ের সাক্ষাৎকারটি

ভারতের অর্থমন্ত্রী প্রনব মুখোপাধ্যায় এই সামনের সপ্তাহে , যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমৌথি গাইটনার এবং যুক্তরাষ্ট্রের ব্যবসা অধিকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন ভারতের জন্যে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে । ইতিমধ্যে ভারতে মূল্যস্ফীতি , ঋণসূদ হার বৃদ্ধি এবং দূর্নীতিজনিত কেলেংকারির কারণে সমস্যা জর্জরিত হয়ে অর্থনীতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে । কিন্তু তার পরেও অর্থমন্ত্রী প্রণব মূখোপাধ্যায় ওয়াশিংটনে বোঝানোর চেষ্টা করবেন যে , এসব কিছু সত্বেও ভারত বিনিয়োগের জন্যে একটি লোভনিয় স্থান এবং সমস্যা কাটিয়ে ভারতের অর্থনীতি দ্রুততরো গতিতে বাড়তে থাকবে ।

নতুন দিল্লির জহরলাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক অমিত শোভন রে মনে করেন – ভারত , বিশেষ করে সড়ক-মহাসড়ক , বন্দর এবং যোগাযোগের অন্যান্য ক্ষেত্রে পরিকাঠামো গড়তে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফ ডি আই পেতে চাইছে । তবে গত বছর এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফ ডি আই খাতে বিনিয়োগে ভাটা পড়ায় ভারতে , বিশেষজ্ঞ মহলে দূশ্চিন্তা দেখা দিয়েছে । অধ্যাপক অমিত শোভন রে মনে করেন – ভারত এখনো অব্দি খুচরো বাজার বা বীমা খাতে বিদেশি বিনোয়োগের সুযোগ দিতে খুব একটা আগ্রহি নয় , প্রধানত: রাজনৈতিক কারনে এবং এ ব্যাপারে ছাড় দেবার সময় এখনো হয়নি বলে মনে করেন তিনি । অথচ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ি মহল , এ দুটো ক্ষেত্রে ভারতে প্রবেশাধিকার পাবার ব্যাপারে বিশেষভাবে আগ্রহি । সামনের সপ্তাহে , ভারতের অর্থমন্ত্রী প্রনব মূখোপাধ্যায় এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমৌথি গাইটনারের মধ্যেকার আলোচনায় , যুক্তরাষ্ট্রের ব্যবসায়ি মহলের সঙ্গে ভারতের অর্থমন্ত্রীর কথাবার্তায় এসব বিষয় উঠে আসবে বলে মনে করেন নতুন দিল্লির জহরলাল য়ুনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক অমিত শোভন রে ।

XS
SM
MD
LG