অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রধানমন্ত্রী সিরিয়া সরকারের বিরুদ্ধে শক্ত ও একতাবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছেন


তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেভুতোগলু একটি মুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র স্থাপনের অভিন্ন লক্ষে একতাবদ্ধ থাকার জন্যে সিরিয়ার বিরোধীদলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে দুর্বল ও অসংগঠিত বিরোধীদল কেবল মাত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের জন্যে সুবিধে নিয়ে আসবে।

আরব লীগ আয়োজিত কায়রোতে বিরোধী দলীয় সদস্যদের এক সম্মেলনে দেভুতগলু বলেন যে সিরিয়ার সরকার ইতহাসের চাকা ঘুরিয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন যে সিরিয়ায় পরিবর্তন আসবে। এটা অবশ্যম্ভাবী এবং সিরিয়ায় শেষ পর্যন্ত একটি নতুন প্রশাসন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে। এটাও পরিস্কার হওয়া প্রয়োজন তাদের দেশ সম্পর্কে যে কোন চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নিতে পারবে।

সিরিয়ার বিরোধী দলগুলো রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষে জাতিসংঘ সমর্থিত পরিকল্পনা নাকচ করে দেয়ার পর আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

XS
SM
MD
LG