নেটো ও ব্রিটিশ কর্মকর্তারা বলছে যে দক্ষিণের হেলমান্দ প্রদেশেই সৈন্যটির অবস্থান এবং সেখানে তাকে খোজ করা হচেছ। সোমবার খুব ভোর বেলায় জানানো হয় যে এই সৈন্যটি নিখোজ হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তবে ফরাসি বার্তা সংস্থাগুলি জানাচ্ছে যে আফগান পুলিশ কর্মকর্তা বলেছেন যে সৈন্যটিকে নাহরি সারাজ এলাকা থেকে অপহরণ করা হয়।
আফগানিস্তানে ব্রিটেনের প্রায় সাড়ে ন হাজার সৈন্য রয়েছে , যা কীনা ঐ দেশে দ্বিতীয় বৃহত্তম বিদেশি সেনা সমাবেশ । বেশি ভাগ ব্রিটিশ সৈন্যই হেলমান্দ প্রদেশে রয়েছে , যা কী না সে দেশের অন্যতম সব চেয়ে সহিংস এলাকা।
সোমবার নেটো বলছে , আফগানিস্তানের পুর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে একজন সৈন্য নিহত হয়।