যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলছেন যে গ্রীসের বর্তমান ঋণ সঙ্কট মোকাবিলায় দেশটির অর্থনৈতিক উদ্ধার পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র নির্দ্ধিধায় সমর্থন করে।
আজ এথেন্স এ ক্লিন্টন বলেন যে গ্রীসকে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে , প্রয়োজনীয় সংস্কার সাধনে সরকারের সঙ্কল্পের প্রতি যুক্তরাষ্ট্রের পুর্ণ সমর্থন রয়েছে। গ্রীক পররাষ্ট্র মন্ত্রী স্ট্যাভরস লাম্ব্রিনিডিসের সঙ্গে বৈঠকের পর , ক্লিনট্ন বলেন যে গ্রীক জনগনের সহনশীলতা এবং দৃঢ় চেতা মনোভাবের ব্যাপারে তাঁর আস্থা রয়েছে। তিনি এই সব কঠোর পদক্ষেপ নেয়ার জন্যে গ্রীক সরকারকে সাধুবাদ জানান।
এ দিকে লাম্ব্রিনিডিস বলেন বলেন অনেকেই সর্বনাশের কথা বললেও , তারা এগিয়ে যাচ্ছেন এবং এই সংকট পেরিয়ে তারা বিজয়ী হবেন। তবে তিনি এ কথা ও বলেন যে এই সঙ্কটের কোন জাদুকরী সমাধান নেই।
বৃহস্পতিবার ব্রাসেলস এর শীর্ষ বৈঠকের জন্যে গ্রীস প্রস্তুত হচ্ছে যে খানে ইউরো জোনের ১৭টি রাষ্ট্র গ্রীসকে উদ্ধারের জন্যে আরও ঋণ সংগ্রহ করার লক্ষে একটি চুক্তিতে পৌছুবে বলে আশা করা হচ্ছে।