অ্যাকসেসিবিলিটি লিংক

ফোনে আড়িপাতার কেলেঙ্কারীর মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আফ্রিকা সফর সংক্ষিপ্ত হলো।


ফোনে আড়িপাতার কেলেঙ্কারীর মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আফ্রিকা সফর সংক্ষিপ্ত হলো।
ফোনে আড়িপাতার কেলেঙ্কারীর মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আফ্রিকা সফর সংক্ষিপ্ত হলো।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সেখানে ফোনে আড়িপাতা বিষয়ক কেলেঙ্কারীর সম্পর্কে ব্যবস্থা নিতে আফ্রিকায় তাঁর সফর সংক্ষিপ্ত করে , লন্ডনে ফিরে আসছেন।

এই মঙ্গলবার থেকে সংসদের ছ সপ্তার বিরতিতে যাবার কথা ছিল কিন্তু এখন মনে হচ্ছে বুধবারে সংসদের একটি বিশেষ অধিবেশন বসবে।

বর্তমানে নিষিদ্ধ News of the World. পত্রিকার সাংবাদিকদের সম্পৃক্ততায় ফোনে আড়িপাতার যে অভিযোগ তার তদন্তে পুলিশের ভুমিকা নিয়ে অভিযোগের মুখে লন্ডনের পুলিশ প্রধান পল স্টিভেনসন পদত্যাগ করেছেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন যে তিনি কোন ভুল করেননি তবে তিনি চাননি যে তার কাজের সমালোচনার কারণে পুলিশ বিভাগকে তার দায়িত্ব সম্পাদনে বিচলিত হতে হয়।

অভিযোগ রয়েছে যে ব্রিটিশ পুলিশ নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ট্যাবলয়েডটির কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছে এবং টেলিফোনে আড়িপাতার এই অভিযোগ তদন্তের জন্যে পর্যাপ্ত কিছু করেনি।

নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এর সংবাদদাতাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে যে তারা বেআইনি ভাবে শত শত বিখ্যাত ব্যক্তি , রাজনীতিক , প্রতিদ্বন্দ্বি সাংবাদিক এবং এমন কী যারা হত্যার শিকার হয়েছেন তাদের সেল ফোন এবং ভয়েস মেইলে অবৈধ ভাবে প্রবেশ করেছেন। সন্দেহ করা হচ্ছে যে তারা তথ্যের নাগাল পাওয়ার জন্যে পুলিশকেও উৎকোচ দিয়েছেন। এই অভিযোগের এক সপ্তা পর ঐ পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

XS
SM
MD
LG