অ্যাকসেসিবিলিটি লিংক

শুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের পক্ষে লায়সা আহমেদ লিসার অবিচল প্রতিশ্রুতি


শুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের পক্ষে লায়সা আহমেদ লিসার অবিচল প্রতিশ্রুতি
শুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের পক্ষে লায়সা আহমেদ লিসার অবিচল প্রতিশ্রুতি

বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পি এই অতিসম্প্রতি এসছিলেন বল্টিমোরের বঙ্গসম্মেলনে । তিনি সেখানে শুদ্ধ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এই অনুষ্ঠানের পর পরই বল্টিমোর কনভেনশান সেন্টার প্রাঙ্গনে তাঁর সঙ্গীত চর্চা এবং রবীন্দ্র সঙ্গীতকে সম্পর্কে তাঁর ভাবনা তিনি তুলে ধরেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে।

লিসা বলেন যে রবীন্দ্র সঙ্গীতের বিশুদ্ধতা রক্ষা করা একান্ত দরকার এবং যন্ত্রানুসঙ্গের বিষয়ে যত্নশীল হওয়া খুবই প্রয়োজন। তিনি বলেন যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যন্ত্রানুসঙ্গ এমন ভাবে হওয়া দরকার যাতে রবীন্দ্রসঙ্গীতের বাণী ব্যাহত না হয়। এর বাণীর গভীরতা অনুভব করতে হবে। লিসা আরও বলেন যে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীতকে সুপ্রিয় করে তুলতে হলে, এর বাণী ও বিশুদ্ধ সুরের দিকে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে।

XS
SM
MD
LG