অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ভারত সম্পর্ক এশিয়ার জন্য দৃষ্টান্ত হবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশ ভারত সম্পর্ক এশিয়ার জন্য দৃষ্টান্ত হবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ভারত সম্পর্ক এশিয়ার জন্য দৃষ্টান্ত হবে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক এশিয়ার অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হবে বলে জানিয়েছেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ। বৃহস্পতিবার ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের পর সোনারগাঁও হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন এবং ছিটমহল বিনিময়ের বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আশা প্রকাশ করেন। তাঁরা জানান, এখন চুক্তিগুলো চূড়ান্ত করার কাজ চলছে।

যৌথ সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২টি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি ২টি হলো_ 'ভারত-বাংলাদেশ এগ্রিমেন্ট অন প্রমোশন অ্যান্ড প্রটেকশন অফ ইনভেস্টমেন্ট' এবং 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর মুভমেন্ট অফ ভুটানিজ ভেহিকল বিটুইন ইন্ডিয়ান এলসিএস অ্যান্ড বাংলাদেশ এসিএস'। বিনিয়োগ সুরক্ষা সংক্রান্ত চুক্তিটি (বিআইপিপিএ) নামের চুক্তিতে বলা হয়েছে, এ চুক্তির ফলে ২ দেশের মধ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়ে বিনিয়োগে উৎসাহিত হবে দু'দেশ।

XS
SM
MD
LG