অ্যাকসেসিবিলিটি লিংক

ফতোয়া দিয়ে মেয়েদের শাস্তির বিপক্ষে বললেন সালমা খান


ফতোয়া দিয়ে মেয়েদের শাস্তির বিপক্ষে বললেন সালমা খান
ফতোয়া দিয়ে মেয়েদের শাস্তির বিপক্ষে বললেন সালমা খান

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত, জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য অপসারণ সংক্রান্ত সংস্থা – ‘সিডো’র সদস্য ও ‘উইমেন ফর উইমেন’এর পক্ষে বাংলাদেশের নারী সংগঠনের প্রধান সালমা খান যুক্তরাষ্ট্রে এসেছিলেন জাতিসংঘের আয়োজিত একটি আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে । সে সময় তিনি ওয়াশিংটনে অবস্থানকালে এ সম্পর্কে এবং বাংলাদেশে ফতোয়া বিচার, নারী নির্যাতন ও নারীর প্রতি বৈষম্য নিয়ে কথা বলেন ।

সালমা খান বলেন - ‘বাংলাদেশে আইন করে ফতোয়া বন্ধ করা হয়েছে । এখনও যেখানে ফতোয়া হয়, সেখানে প্রশাসন যদি তত্পর ভুমিকা পালন করে, হয়তো আমরা ক্ষেত্রে বিশেষে যারা এ ধরণের কাজ করে তাদেরকে শাস্তি দিতে পারি । তবে তিনি বলেন যে এই শাস্তি দেওয়াটাই এটা নিরসনের পথ নয়।

XS
SM
MD
LG