জাতিসংঘের কুটনীতিকরা বলছেন যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা এ বিষয়ে একটি সমঝোতায় পৌছেছে যার ফলে লিবিয়ার আটকে রাখা অর্থের মধ্যে দেড় শ কোটি ডলার জ্বালানী ক্রয় এবং সামাজিক পরিষেবাসহ জরুরী মানবিক সাহায্যের জন্যে অবমুক্ত করা হবে ।
জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আটক করা এই সম্পদ লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির বিরোধীদের নের্তত্বে গঠিত অন্তবর্তী জাতীয় পরিষদ বা টি এন সি ‘র জন্য অবমুক্ত করা হবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রোজম্যারি ডিকার্লো বলেন যে এ অর্থ লিবিয়ার যথার্থ কর্তৃপক্ষের কাচে দেওয়া হবে এবং এই যথার্থ কর্তৃপক্ষ হচ্ছে লিবিয়ার টি এন সি বা এনটিসি।
এ দিকে ইস্তাম্বুলে লিবীয় কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে জাতিসংঘকে লিবিয়ার আটক সম্পদ অবমুক্ত করার আহ্বান জানানো হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভাতুলো বলেন যে এনটিসি ‘র জরুরী আর্থিক প্রয়োজন মেটানোর লক্ষে আইনি রূপরেখা প্রণয়নের জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আওতায় ব্যবস্থা নিতে হবে।