অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটনের বিষয় : ভূমিকম্প প্রবন এলাকা ও তার প্রস্তুতি


প্যানেলে ছিলেন ঢাকা থেকে বুয়েটের অধ্যাপক ডঃ মেহদী আনসারী, নগর পরিকল্পনাকারী ও ইউ এন ডি পির কনসাল্টান্ট ডঃ নিয়াজ রহমান এবং ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের অধ্যাপক ডঃ বিমল কান্তি পাল ।

শ্রোতাদের প্রশ্ন ছিল, ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য পুরানো বাড়ীঘর কিভাবে সংস্কার করা যায় ? নতুন নতুন আধুনিক ফ্ল্যাটবাড়ীর ফাউণ্ডেশন কি ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট মজবুতভাবে তৈরী করা হয় ?

বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া থেকে অনেকে জানতে চাইলেন, ভূমিকম্পের কোন পূর্বাভাষ জানা যায় কি ? আলোচনায় জানা গেল, কোন অঞ্চলে ভূমিকম্প হতে পারে সেটা জানা সম্ভব তবে ভূমিকম্পের পূর্বাভাষ দেওয়া যায় না । আর ঢাকা মহানগরীর সবচাইতে বড় সমস্যা হবে ভূমিকম্পের পর সেই বিপর্যয় মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দমকল বাহিনী বা ত্রাণ কর্মীদের সেখানে পৌঁছনো এবং দূর্গত লোকজনের চিকিত্সা ও সেবার ব্যবস্থা করা ।

XS
SM
MD
LG