অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীষ্মের ছুটির সেই আনন্দের দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে


গ্রীষ্মের ছুটির সেই আনন্দের দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে
গ্রীষ্মের ছুটির সেই আনন্দের দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে

মনে পড়ে, হাতে কোনো বই খাতা নেই, সমুদ্রের তীরে অথবা পাহাড়ের ধারে বসে শুধুই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার দিনগুলো । রেলগাড়ী চড়ে মা বাবার সঙ্গে দূর-দূরান্তে সফরে বেরিয়ে পড়া । সেই স্বপ্নের দিনগুলো কোথাও আর খুঁজে পাওয়া যায় না । এখনকার স্কুল কলেজের ছুটি মানে ছুটি নয় । লম্বা মাস দুয়েকের ছুটিতে কাজ করতে হবে । পকেট মানি লাগবে । তা ছাড়া বর্তমানের যান্ত্রিক জীবনধারায় - এই সময়টাতে বিজ্ঞান প্রযুক্তির প্রকল্প নিয়ে কাজ করতে হবে । কোথাও সেমিনার । কোথাও বা দল বেঁধে যুব কর্ম শিবির । স্কুল খুললেই যে প্রশ্ন করা হবে – কে কোন বিশেষ কর্মসুচীতে অংশ নিয়েছে ? তখন ? মনের খুশীতে ফুটবল খেলা বা সাঁতার কাটা নয়, রীতিমত নিয়ম করে খেলার ক্যাম্পে যেতে হবে । সেটাও আগে থেকে ঠিক করে রাখা হয় । এতে করে ভবিষ্যতে পেশাদার জীবনে খুব একটা লাভ হবে কি না জানা নেই, কিন্তু এটাই হালের রেওয়াজ । সব ছাত্রছাত্রীই করছে । সারা বছরের পড়ার মাঝে এই যে গ্রীষ্মের ছুটির আনন্দ – মনের একটা বিশ্রাম - মাথাটাকে কাজ আর পড়ার ঝামেলা মুক্ত রাখা সেটা আজকের ছেলেমেয়েদের জীবনে বড় একটা নেই । আর এই ছেলেবেলাতেই পড়াশোনার ব্যস্ততার বাইরে কিছু অনাবিল শান্তির প্রয়োজন যে খুবই বেশী । মেরীল্যান্ডে থাকেন এক গৃহিণী শাহিনা বাশির, তার এগারো বছরের মেয়ে সামিয়া ছুটিতে ঘরেই আছে । মা মেয়ে কি করছেন শোনা যাক -

আজকাল মা বাবা দুজনাই চাকরী করেন তাই ছেলেমেয়েদের ঘরে রাখাটা নিরাপদ নয় এবং অনেক ক্ষেত্রে তা করাও যায় না । অতএব তাদের কোন একটা কর্মসূচীতে যোগ দিতেই হবে ।

অনেকে মনে করেন এমনি বসে থাকলে সারাটা দিন টেলিফোন টেক্সট মেসেজ এই করে দিন কাটাবে তারা । ভেবে দেখুন, স্কুল বন্ধ হলো সেই দিন থেকে আবার দুই আড়াই মাস পর যখন স্কুল খুলে গেল সেই দিনটি পর্যন্ত - ঘড়ি ধরে বইপত্র নয়, তার বাইরে নিয়ম করে কাজ, খেলা কর্মশিবির বিরতি কই? তাই ছেলেমেয়ের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা করুন । ওদের নিয়ে বেড়াতে যান, ওদের সঙ্গে কথা বলুন কি ভাবছে ওরা জীবন-প্রকৃতি-সমাজ নিয়ে, তাদের মনের কথাটি জানার চেষ্টা করুন । পুকুর নদীতে ঝাঁপ দিয়ে দেখুন না কেন কি মজার ব্যাপার । সেই বিশ্রামের সময়টা আপনারও কাজে লাগবে ----

XS
SM
MD
LG