অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন এখন অপেক্ষাকৃত শান্ত


ব্রিটেন এখন অপেক্ষাকৃত শান্ত
ব্রিটেন এখন অপেক্ষাকৃত শান্ত

ব্রিটেনে গত চারটি রাতে যে পরিমাণ দাঙ্গা হয়েছে , বিভিন্ন শহরে , বিশেষত লন্ডনে সে তুলনায় এখন ব্রিটেন শান্ত রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদরর্শীরা যে লন্ডন , ম্রানচেষ্টার , লিরপুল এবং বার্মিংহ্যামের রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে এবং কিছু ঘটনা ঘটেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পুলিশকে জলকামান ব্যবহার করার অনুমতি দিয়েছেন । মূল ব্রিটিশ ভূখন্ডে এই প্রথম জলকামান ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার র জন্যে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন এটা এখন পরিস্কার যে আমাদের দেশে এই গুন্ডাবাহিনী নিয়ে আমােদর বড় সমস্যা। এদের প্রতি দীর্ঘ দিন নজর দেয়া হয়নি। তবে এটা পরিস্কার যে তারা এ দেশের বিপুল সংখ্যক তরুণদের প্রতিনিধি নয় এবং এই তরুণরাও তাদের ততটাই ঘৃণা করে , যতটা করি আমরা।

মি ক্যামেরন আরও বলেন যে এই ভয়ের সংস্কৃতি ব্রিটেনকে নিয়ন্ত্রণ করবে সেটা হতে পারেনা। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছ্নে।

ব্রিটেনের সর্বসাম্প্রতিক ঘটনা সমএর্ক ম্যানচেস্টারে বাংলাদেশ বিমান এর কর্মি রফিকুর রহমান চৌধুরী বলছেন :

XS
SM
MD
LG